প্রতারণার মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২০ মে) বিকালে নোবেলকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে আনা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাংস্কৃতিক এক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাত করেন নোবেল। পরে এই অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়।