• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৮:৩৭ পিএম
‘আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি’

বাংলাদেশ এগিয়ে যাবে, নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “দেশে একটি গোষ্ঠীর মূল কাজ হলো কুতথ্য, গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। তাদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।”

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুশাসনের লক্ষ্যে কুতথ্য প্রতিরোধ করি’ শীর্ষক জাতীয় সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

যারা কুতথ্য সমাজে ছড়ায় তাদের উদ্দেশ্য আছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তারা সামাজিক, রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কাজগুলো করছে। বাংলাদেশে দুটো মতাদর্শ আছে। একটা হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আরেকটি হলো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। যারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের থেকে সাবধান থাকার আহ্বান করছি।”

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “যারা অসত্য কথা বলে তাদের আমাদের চেয়ে অনেক বেশি মেধা ব্যবহার করতে হয়। তাদের প্রতিরোধ করাও কঠিন। তবে আমরা কুতথ্য, গুজব নিয়ে যত আলোচনা করব তত কুচক্রী মহল, সুবিধাবাদী গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে।”

Link copied!