বিএনপিকে যতই সুবিধা দেওয়া হোক, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
বুধবার (১২ জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির ষড়যন্ত্র ভেস্তে গেছে। দেশের মধ্যে কারফিউয়ের গণতন্ত্র সৃষ্টি করেছিল বিএনপি।”
বিএনপির কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মৃত্যুর দিনও কারফিউ ছিল। গণতন্ত্রের কারফিউ জারি করেছিল বিএনপি। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।”
তিনি বলেন, “বিএনপি অনেক চেষ্টা করছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে, কিন্তু পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশের কোনো মানুষ গৃহহীন নেই। তিনি রঙিন ঘর করে দিয়েছেন। তার নেতৃত্বে মানুষের পাঁচটি মৌলিক চাহিদা পূরণ হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।”
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম।