• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

হাসান আরিফ নেই, মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:১৯ পিএম
হাসান আরিফ নেই, মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে
এ এফ হাসান আরিফ। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন এ এফ হাসান আরিফ। তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) মারা যাওয়ার পর ওই ২ মন্ত্রণালয় এখন উপদেষ্টাহীন। এই অবস্থায় এই ২ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন? তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউ কাউকে দেওয়া হতে পারে।

এর আগে শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। পরিবারের সদস্যরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সরকারের ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। এদের মধ্যে হাসান আরিফ একজন।

Link copied!