• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

দুপুরের পর গ্যাস থাকবে না যেসব এলাকায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৩৩ এএম
দুপুরের পর গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

লাইন মেরামতের কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার গ্যাস থাকবে না।

রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমিনবাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর, মাঝেরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

 

Link copied!