প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “কোনো অপরাধ করে ‘সরি’ বললেই সেই অপরাধ মাফ হয়ে যায় না। ২৬ মার্চের রিপোর্টের সঙ্গে ছবির মিল ছিল না। এটা ভুল ছিল, তা নিয়ে প্রথম আলো যে ব্যাখ্যা করেছে, তা এখন তারা আদালতে বলুক।”
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন।
হাছান মাহমুদ বলেন, “স্বাধীনতার দিনে এ ধরনের নিউজ প্রচার করে প্রথম আলো রাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত করেছে। যে সংবাদ প্রচার হয়েছে, তা বাসন্তীকে জাল পরানোর মতো। কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়, কেউ যদি আইনের বিরোধী কাজ করে, তাকে আইনের আওতায় আসতেই হবে।”
ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মানুষকে সুরক্ষা তথ্যমন্ত্রী বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন সব মানুষের জন্য, শুধু সাংবাদিকদের জন্য না। এই আইন দেশের মানুষকে সুরক্ষা দেবে। মামলা করার পরই সেই রিপোর্টারকে আটক করা হয়েছে। কিন্তু তাকে যে মামলার প্রেক্ষিতে আটক করা হলো, এই বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী পরিষ্কার করে বললে আরও ভালো হতো। এখন যে আলোচনা হচ্ছে, সেগুলো হতো না।”