• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৭:৩৪ পিএম
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯ জন। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ঢাকার বাইরের বাসিন্দা।

গত ১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭০০ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৬৫ জন ভর্তি হন।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৩১৬ জন ও ঢাকার বাইরের ৩৫৬ জন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।

Link copied!