• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাক পেল না জাতীয় পার্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৩১ পিএম
ডাক পেল না জাতীয় পার্টি
জাতীয় পার্টি।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে আপত্তির কারণে প্রধান উপদেষ্টার সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি (জাপা)। পার্টির নেতারা অপেক্ষায় ছিলেন সংলাপে আমন্ত্রণ পাওয়ার জন্য। তবে শেষ অবধি ডাক না পেয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন তারা।

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ধারাবাহিকতায় শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাত দল ও জোটের সঙ্গে বৈঠক করবেন।

এ ব্যাপারে জাপার মহাসচিব মুজিবুল হক বলেছেন, “সরকার হয়তো জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে শনিবারের সংলাপে অংশ নেবে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এর আগে গত ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে। মাঝে পূজার ছুটির কারণে সব দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি। শনিবার তৃতীয় দফায় বাকি দল ও জোটগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ হয়। সেই সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হয়। তবে এ দফায় দলটিকে আলোচনায় ডাকা হয়নি।

Link copied!