• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

আলু-পেঁয়াজের দামে স্বস্তির খবর


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:২৭ পিএম
আলু-পেঁয়াজের দামে স্বস্তির খবর
আলু-পেঁয়াজ। ফাইল ফটো

দিনাজপুরের হিলিতে ৩ দিনের ব্যবধানে খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা আলু এবং পেঁয়াজের দাম কমেছে। ভারতীয় আলু কেজি প্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে ও কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।

হিলি কাস্টমসের দেওয়া তথ্যমতে, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আলু আমদানি বন্ধ রয়েছে।

এদিকে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান খুচরা বিক্রেতারা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

Link copied!