অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ওষুধ ও পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ করা হচ্ছে।”
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয় সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “অত্যাবশ্যকীয় কিছু জিনিসের বিষয়ে আমরা বলেছি। তারপর ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় যেসব পণ্য সাধারণ লোকজনের ওপর প্রভাব ফেলে, সেগুলো রিভিউ করা হচ্ছে।”
ইতোমধ্যে বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে প্রভাব পড়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “ভ্যাটের কারণে সম্পূর্ণ নয়, দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়ত ভ্যাটের কারণে হয়েছে। সম্পূর্ণভাবে এটি হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের কারণে হয়েছে।”
সালেহউদ্দিন আহমেদ বলেন, “ভ্যাটের মাধ্যমে আমি দাম বাড়িয়েছি কয়েকটি জিনিসের। ফোন, বিদেশি ফলের জুস কয়টা মানুষ কেনে? অতএব ওটার কারণে প্রভাব পড়েছে (ভ্যাটের কারণে দাম বেড়েছে) তা নয়। তবুও আজ আমরা রিভিউ করছি কিছু কিছু ম্যাটার। আপনারা পরে জানতে পারবেন।”
সৌদি আরবে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, “আইডিবি সাধারণত আমাদের বিরাট একটা অঙ্ক দেয় গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য। আমি এবার অনুরোধ করেছি সারের জন্য অর্থ দিতে। তারা রাজি হয়েছে।”