• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

নতুন ছাত্রসংগঠন আসছে, নেতৃত্বে কারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৪৯ এএম
নতুন ছাত্রসংগঠন আসছে, নেতৃত্বে কারা
ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই হাসনাত-সারজিসদের হাত ধরে আসছে নতুন ছাত্রসংগঠন। সংগঠনটির নাম বা আত্মপ্রকাশ সম্পর্কে না জানা গেলেও এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের হাত ধরেই গঠিত হবে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নতুন এ সংগঠনটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, তাদের মাধ্যমেই সামনে আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে চালাতে চাচ্ছে না কারণ আন্দোলনে সবারই অবদান ছিল।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজনকে নতুন এই ছাত্রসংগঠন আসার বিষয়টি নিয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছেন। রোববার রাতে তাদের ‘হ্যাশট্যাগ স্টুডেন্ট ফার্স্ট, হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট’ পোস্ট দিতে দেখা গেছে, যা নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের বিষয়টিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করছেন অনেকে। পাশাপাশি প্ল্যাটফর্মটির ফেসবুকের পেজেও একই পোস্ট দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি গণমানুষ ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

Link copied!