বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের চাইলেই বাদ দিতে পারবে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷
এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷
দায়িত্বশীল সূত্রে জানা যায়, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না। কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো না। ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরি করা হচ্ছে।
নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনো কর্মীকে বাদ দিতে পারবেন না। বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতেও কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারা দেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে৷ যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে৷