ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ২৫ থানায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপি`র লাইনওআর`এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
তারা হলেন ডিএমপি`র লাইনওআর`এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেন চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগে , মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায়, মু. এনামুল হাসানকে কোতোয়ালি থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুরে, মো. খায়রুল ইসলামকে শাহজালালপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায় আবু শাহেদ খান গেন্ডারিয়ায়, গাজী শামীমুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানাউ, মোহাম্মদ সাইফুল ইসলাম হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরে বাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফা কাফরুলে, মো. মাহমুদুল হাসানকে শাহআলী থানায়, ইলিয়াস হোসেন ডেমরা থানায়, ফয়সাল আহমেদ ওয়ারী, মো. মাহমুদুর রহমান কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদ ভাষানটেক, মো. মহিউল ইসলাম মতিঝিল , আলী ইফতেখার হাসান মোহাম্মদপুরে এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।
এর আগে ২০, ২১ ও ২২ আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে ২৮ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তারও আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ঢাকার ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকেই সরানো হয়।