• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকার আরও ১৫ থানায় নতুন ওসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৪:০১ পিএম
ঢাকার আরও ১৫ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার আরও ১৫ কর্মকর্তাকে ১৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এই পদায়নের কথা জানানো হয়।

এর আগে ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ১৩ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে পুলিশে রদবদল করা হচ্ছে। দেওয়া হচ্ছে পদোন্নতিও। এর মধ্যে পুলিশের ৭৩ কর্মকর্তাকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ৩০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

১৫ থানায় নতুন ওসিরা হলেন

তুরাগ থানায় মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানায় এ. কে. এম সাহাবুদ্দিন শাহীন, নিউমার্কেট থানায় মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানায় মো. মোহসীন হোসাইন, বংশাল থানায় ক্যশৈনু, রামপুরা থানায় মোহাম্মদ আতাউর রহমান আকন্দ ও মুগদা থানায় সোহরাব মিয়া।

এ ছাড়া কদমতলি থানায় মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানায় মোহাম্মদ মাইনুর ইসলাম, শ্যামপুর থানায় মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানায় এ কে এম মামুনুর রশীদ, দারুসসালাম থানায় রকিব উল হোসেন, আদাবর থানায় মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ও মোহাম্মদপুর থানায় মোহাম্মদ গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Link copied!