• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন টাকার নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ১০:২৪ এএম
নতুন টাকার নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

সব সময়ই ঈদ সামনে রেখে বাংলাদেশ ব্যাংক টাকার নতুন নোট ছাড়ে। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় টাকার নতুন নোট ছাড়বে। সে অনুযায়ী আগ্রহীরা ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না।

সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের বকশিশ দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে। 

যেসব ব্যাংকে পাওয়া যাবে দেখতে ক্লিক করুন এই লিংকে—

https://images.prothomalo.com/prothomalo-bangla/2024-03/14f59dc0-e7d4-4f52-8f6b-a649df266d4d/f7d5f4d8-305a-44b3-b68f-6ded32861ac9.pdf

 

Link copied!