• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে নতুন যে তথ্য জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০১:৩৩ পিএম
হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে নতুন যে তথ্য জানা গেল

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ সম্প্রতি এই খাতে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের যে সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ এ বিষয়ে আদেশ জারি হবে বলেও জানা গেছে।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। সে সময় রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!