• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াত করতে পারবে যানবাহনগুলো।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী ইত্যাদি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সকল যানবাহনের চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।

এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Link copied!