দ্বাদশ জাতীয় সংসদে এবার মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন ৩৬ জন। এ তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ দেখা গেছে।
বুধবার (১০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন, জাহাঙ্গীর কবির নানক, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, মোহাম্মদ এ আরাফাত, আবদুর রহমান, মুহম্মদ ফারুক খান, মো. জিয়া উদ্দিন, সাজ্জাদুল হাসান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবের হোসেন চৌধুরী, উবায়দুল মোকতাদির, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, জাহিদ ফারুক, আব্দুস শহীদ, বেগম সিমিন হোসেন রিমি ও ডা. সামন্ত লাল সেন।
পুরোনোদের মধ্যে রয়েছেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ড. আব্দুর রাজ্জাক, হাসান মাহমুদ, আ ক ম মোজাম্মেল হক, মহিবুল হাসান নওফেল, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন, শাহরিয়ার আলম, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহম্মেদ পলক ও খালিদ মাহমুদ চৌধুরী।
এর আগে বুধবার চতুর্থবারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনো পরিষ্কার নয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন, তাদের শপথগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।