দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তিন দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
যুক্তফ্রন্টে থাকা দলগুলো হলো বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার প্রয়োজন মনে করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া ডজনখানেক অনিবন্ধিত দলও কল্যাণ পার্টির নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়ে নির্বাচনে যেতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) বিএনপির যুগপৎ আন্দোলনে রয়েছে। তবে জাতীয় পার্টি (মতিন) সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই।