• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৭:১৯ পিএম
বাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার

বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন ফরেন অফিসের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান সারাহ কুক।

বুধবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাহ কুক ঢাকায় রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে ঢাকায় ডিএফআইডিতে দায়িত্ব পালন করেছেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিকসন। তার কাছ থেকে আগামী এপ্রিল অথবা মে মাসে কুক দায়িত্ব নেবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে লন্ডনে ফেরার আগে সারাহ কুক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন সারাহ কুক। ২০০৫ সালে জনপ্রশাসনে যোগ দেওয়ার পর থেকে ২০১২ সাল পর্যন্ত ডিএফআইডিরই বিভিন্ন পদ সামলেছেন তিনি।

‘প্রাইসওয়াটারহাউসকুপারসে’ অর্থনৈতিক পরামর্শক হিসাবে কর্মজীবন শুরু করা কুক গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেছেন। অর্থনীতি এবং উন্নয়ন অধ্যয়নে পৃথক স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সারাহ কুকের।

Link copied!