ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির মুখে কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পিছু হটেছে। সে ক্ষেত্রে হজযাত্রীদের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
হজযাত্রীদের হজ পালনের খরচ কমাতে তাদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কয়েকটি খাতে ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্তের বিষয়টি কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
হজযাত্রীদের হজ পালনের খরচ কমাতে তাদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথে বিদেশযাত্রায় দূরত্বভেদে আবগারি শুল্ক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। বাড়তি সেই আবগারি শুল্কের ক্ষেত্রে ছাড় পেতে যাচ্ছেন হজযাত্রীরা।
এনবিআরের সদস্য (মূসক বা ভ্যাট নীতি) বেলাল হোসাইন চৌধুরী বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে আছেন সাধারণ মানুষ। আবার সরকারেরও রাজস্ব আয় বাড়ানো দরকার। তাই কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো হয়েছিল। কিন্তু সাধারণ ও সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে জনসম্পৃক্ত কিছু খাতের ভ্যাট কমানোর সিদ্ধান্ত হয়েছে।