• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে ‘বিশেষ’ সুবিধা দিল এনবিআর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৮:২০ পিএম
জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে ‘বিশেষ’ সুবিধা দিল এনবিআর
রাজস্ব ভবন। ছবি : সংগৃহীত

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে, তার মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সাধারণত বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, পাঁচ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। রোববার (৫ জানুয়ারি) এক আদেশে নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে এনবিআর।

আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি প্রদান করল।

অর্থ বিভাগ থেকে ইস্যু করে এ অর্থ নিহতদের পরিবারকে দেওয়ার কথা রয়েছে। সেটির মাধ্যমে সঞ্চয়পত্র কেনা হলে তারা এ সুবিধা পাবেন বলে পরিষ্কার করেছেন এনবিআরের কর নীতি উইংয়ের তৃতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান।

আদেশে গণআন্দোলনে হতাহত ব্যক্তিদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার কথা বলা হয়নি। এ ফাউন্ডেশনের মাধ্যমে ২ হাজার ২২৯ পরিবারকে এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছে নিহত ৬২৮ জনের পরিবার। আর আহত ১ হাজার ৬০১ জনের পরিবার সহায়তা পেয়েছে।

Link copied!