• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পরিবারের সদস্যসহ নজরুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৯:৩০ পিএম
পরিবারের সদস্যসহ নজরুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত
নজরুল ইসলাম মজুমদার। ফাইল ফটো

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ।

রোববার (২৫ আগস্ট) মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়।

বিএফআইইউর এক চিঠিতে বলা হয়, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাছরিন ইসলাম, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থাকলে তা স্থগিত করা হয়েছে। ব্যাংক হিসাব স্থগিতের কারণে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না।

এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!