• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি : পররাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:২৬ পিএম
রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐকমত্য জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।”

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বি আই আই এস এস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত হতে হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রোহিঙ্গা ইস্যুতে চীন ও ভারতকে কীভাবে পাশে পাওয়া যাবে তা নিয়েও কাজ করা জরুরি।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ভূরাজনীতিকে প্রভাবিত করছে রোহিঙ্গা ইস্যু। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের মানবিকভাবে রাখতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!