• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ৩০ শা'বান ১৪৪৬

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ, নেতৃত্বে আছেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:৩৪ পিএম
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ, নেতৃত্বে আছেন যারা

কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।

এরপর আখতার হোসেন মঞ্চে উঠে নতুন এ রাজনৈতিক দলের আংশিক কমিটি ঘোষণা করেন। আখতার জানান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব। ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

নতুন সংবিধান, গণ পরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণে এই দলের আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক পার্টি’।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। এছাড়া দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন।

মিছিল নিয়ে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার সময়, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ,’ ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা,’ ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে অনুষ্ঠানে যোগ দিতে অনেকে ঢাকার বাইরে থেকে সকাল-সকাল রওনা হয়ে দুপুরের আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। পরে দুপুর দেড়টার দিকে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন। নামাজে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ঈমামতি করেন।

Link copied!