• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসিনার পুকুরপাড়ে বসে নাহিদের স্ট্যাটাস, ক্যাপশন দিলেন মাহফুজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৫ পিএম
হাসিনার পুকুরপাড়ে বসে নাহিদের স্ট্যাটাস, ক্যাপশন দিলেন মাহফুজ
বঙ্গভবনের পুকুরপাড়। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পুকুরে গিয়ে মাছ ধরতে না পারায় আফসোস করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। ওই স্ট্যাটাসের ক্যাপশন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দিয়েছেন বলেও কমেন্টে জানিয়েছেন আসিফ।

সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে ছবি দিয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া লেখেন, “এক দুপুরে, হাসিনার পুকুরে। বি.দ্র : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।”

এরপর পোস্টের কমেন্টে আসিফ লেখেন, “ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।”

প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর গণভবনে ঢুকে পড়ে হাজারো জনতা। তারা গণভবনে ভাঙচুর ও লুটপাট করে।

Link copied!