আলোচনা-সমালোচনা অবসান ঘটিয়ে অবশেষে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তার পদত্যাগকে কেন্দ্র করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে নাহিদকে দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “ভবিষ্যতে হয়তো তিনি (নাহিদ) দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নাহিদের পদত্যাগের পর এ স্ট্যাটাস দেন প্রেস উপদেষ্টা।
স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, “দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সী তিনি ইতোমধ্যেই একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আরও অনেকদিন তিনি দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন। হয়তো একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এই মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির আহ্বায়কের দায়িত্ব নাহিদ ইসলাম নিতে পারেন বলে জানা গেছে।