জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না।”
নাহিদ ইসলাম আরও বলেন, “জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।”