আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “গত ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।”
গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি সব সময় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে থাকবে।”