রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২৪ জানুয়ারি) ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ জানুয়ারি ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এদিন বিকেলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।