মেট্রোরেলের তারে একাধিক ফানুস, যেভাবে শুরু হলো চলাচল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০১:২৭ পিএম
মেট্রোরেলের তারে একাধিক ফানুস, যেভাবে শুরু হলো চলাচল
তারে পাওয়া ফানুস। ছবি : সংগৃহীত

ইংরেজি নতুন বছরকে বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপনকালে দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি এড়াতে মেট্রোরেলের লাইন ও এর আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবারও তারের ওপর একাধিক ফানুস পাওয়া গেছে। মেট্রোরেল কর্মীরা সতর্ক থাকায় স্বাভাবিকভাবে চলছে মেট্রোরেল।

বুধবার (১ জানুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বৈদ্যুতিক তারে ফানুস আটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের মতো এবারও উত্তরা থেকে মতিঝিল পুরো লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস উদ্ধার ও অপসারণ করা হয়েছে। ফুট পেট্রলিং পরিচালনা করে ওসিএস এবং পিওয়ে সেকশনের সমন্বয়ে বিভিন্ন স্থানে ট্রাক, ভায়াডাক্ট ও ওসিএস থেকে এসব ফানুস অপসারণ করা হয়েছে।

মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য ট্রাক ও ওসিএস সম্পূর্ণভাবে ফিট রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

এদিকে বুধবার সকাল থেকে নিয়মিত সময় অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

Link copied!