রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তাকর্মী দ্বারা সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক মামুন সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জানুয়ারি বিকেলে বাড্ডার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যান বাংলাদেশ টাইমসের প্রতিবেদক ইমরান হোসেন ও আমার সংবাদের মিরাজ উদ্দিন। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের মোবাইল এবং বুম কেড়ে নিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেন। এক পর্যায়ে তারা ওই দুইজন সাংবাদিককে তুলে নিয়ে গুম করার হুমকিও প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন তীব্র নিন্দা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রায় সময়ই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। সাংবাদিককে হেনস্থার দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। তরুণ দুই মাল্টিমিডিয়া সাংবাদিককে হামলা চেষ্টায় জড়িত নিরাপত্তাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।”