• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে অবরোধ প্রতিহত করতে মোটরসাইকেল শোডাউন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৭:০৯ পিএম
রাজধানীতে অবরোধ প্রতিহত করতে মোটরসাইকেল শোডাউন
ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিহত করতে রাজধানীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (১২নভেম্বর) বেলা ১১টায় মিছিলটি যাত্রাবাড়ী থানার কাজলাপাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শনিরআখরা দনিয়া কলেজের সামনে এসে শেষ হয়।

এতে প্রায় দুই হাজার মোটরসাইকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেওয়া দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, “বিএনপি-জামায়াত নির্বাচন ভন্ডুল করতে চায়। তারা জানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ আবারও তাকে নির্বাচিত করবেন। এজন্য তার জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণ তা হতে দেবে না। নাশকতা করে জানমালের ক্ষতি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

Link copied!