• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:১১ এএম
অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন অংশু এবং আদিল আরহাম সিয়াম। আহত হয়েছেন আরও একজন।

রোববার (৫ জানুয়ারি) রাত আটটার দিকে মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।

জানা যায়, রাতে গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে তিনজন আহত হন। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালককে কোন হাসপাতালে নিয়ে গেছেন তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদের দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Link copied!