কয়েক দিনের শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ সরকারি ছুটির দিনেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিকপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্প পুলিশ ১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করলেও গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।
বেশ কিছু দিন ধরে চাকরিপ্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে।
পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি এবং শনিবার ৪৯টি ও গতকাল ২০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ।