রাজধানী ঢাকার গুলশান-২ এলাকায় গত এক মাসে তিন লাখ গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৬জুলাই) নগরভবনে একটি ফার্স্ট রোড সেফটি মিডিয়া ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
জানা যায়, ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআর এস) এ ওয়ার্কশপের আয়োজন করে।
মেয়র আতিক বলেন, ‘গুলশান-২ ইন্টার সেকশনে ট্রায়াল বেসিসে এআইয়ের মাধ্যমে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আমরা গত এক মাস এই এলাকায় গাড়ি চলাচল পর্যবেক্ষণ করে যেটা পেয়েছি, সেটা ভয়াবহ। একমাসে তিন লাখ গাড়ি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে।
আমরা সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে এই তথ্য পেয়েছি। এ সেন্টারটি উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’
মেয়র আতিক আরও বলেন, ‘আমরা আগামী ১১ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এ তথ্য উপস্থাপন করব।
এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে গুলশানে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।