স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। অর্থ, শুকনা খাবার এবং পোশাকসহ সংগ্রহ করছেন বিভিন্ন সরঞ্জামাদি। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদ। সংগ্রহ করেছেন ১০ লাখ টাকারও বেশি অর্থ।
সোমবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মো. আলমগীর কবির।
আলমগীর কবির বলেন, “আমরা বেশ কিছুদিন ধরে অর্থ সংগ্রহ করছি। এখন পর্যন্ত তহবিল সংগ্রহ হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৮১৯ টাকা। যার মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা ত্রাণ বিতরণে খরচ হয়েছে। এসব ত্রাণে সব শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ দিচ্ছেন। আমরা সেই অর্থ সঠিকভাবে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করছি।”
আলমগীর কবির আরও বলেন, “দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ছাত্রসমাজ এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রীন ভয়েসের বন্ধুরা নিজ নিজ দায়িত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। বর্তমানে আমরা দুর্যোগ পরবর্তী সাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করা আমাদের অন্যতম চ্যালেঞ্জ।”