• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৯:২৩ পিএম
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদ
চাঁদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা যায়। সেই হিসাবে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

শুক্রবার রাতে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

ফরিদুল হক খান জানান, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১৭ জুন (১০ জিলহজ) দেশে ঈদুল আজহা উদযাপন হবে।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!