• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এলাকাবাসীর থানা ঘেরাওয়ের পর মোহাম্মদপুরে অভিযান, আটক ৪৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৮:২৩ এএম
এলাকাবাসীর থানা ঘেরাওয়ের পর মোহাম্মদপুরে অভিযান, আটক ৪৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান বলেন, “বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউসিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এর মধ্যে অধিকাংশই কিশোর।”

তিনি বলেন, “সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরাপরাধদের ছেড়ে দেওয়া হবে।”

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। প্রায় প্রতিদিনই নতুন করে হত্যা, ছিনতাই ও ডাকাতির খবর আসছে।

সন্ত্রাসমুক্ত এলাকার দাবিতে স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে থানা ঘেরাও করেন। কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন।

এরপর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অভিযান শুরু করে। পরবর্তী ছয় ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়।

হাফিজুর রহমান বলেন, “বিকেলে শিক্ষার্থী ও এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করে। আমরা তাদের আশ্বস্ত করেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা কার্যকর ব্যবস্থা নেব। আমাদের অভিযান চলছে, অভিযান চলবে।”

Link copied!