• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্দোলনকারীদের দখলে মোহাম্মদপুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০২:১১ পিএম
আন্দোলনকারীদের দখলে মোহাম্মদপুর
মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই অলি গলি থেকে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন।

এসময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শিক্ষার্থীরা পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দিচ্ছেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা।

কিছু জায়গা গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসার ছাত্রদেরও দেখা গেছে। ওই এলাকায় কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে মোহাম্মদপুর থানার কাছে প্রায় ২ শতাধিক ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ওই এলাকায় অল্পকিছু পুলিশ দেখা গেছে। তবে তারা সতর্ক অবস্থানের রয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ থানা ছাত্রলীগের কার্যালয় এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

এর আগে সকাল সাড়ে ১০টার শাহবাগ মোড়ে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুরান ঢাকার ওই দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে আন্দোলনকারীরা নেতাকর্মীদের ধাওয়া দেন। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে পড়েন।

Link copied!