ব্যাংকে হিসাব খুলতে বিশাল আবেদন, লম্বা লাইন, সময়ের বিড়ম্বনার যেন শেষ নেই। এসব ঝামেলার জায়গায় দিন দিন স্থান করে নিচ্ছে আধুনিক, সহজ ও গ্রাহকবান্ধব মোবাইল ব্যাংকিং। এ ব্যাংকিংয়ে বিদেশ থেকে রেমিট্যান্স আসাসহ যুক্ত হচ্ছে নানা পরিষেবা। ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস সেবার ব্যবহার বেড়েই যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং সেবায় এক লাখ আট হাজার ৩৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। সে হিসাবে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ৩ হাজার ৬১২ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন (টাকা ঢুকেছে) ৩৪ হাজার ৯৫৪ কোটি টাকা। ক্যাশ আউট (টাকা উত্তোলন) হয়েছে ২৯ হাজার ৯১৭ কোটি টাকা। এ সময় ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে ৩০ হাজার ৩০৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আর প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫২০ কোটি টাকা।
এ ছাড়া সেপ্টেম্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ হয় ২ হাজার ৬৮১ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন পরিষেবার ৩ হাজার ২১৬ কোটি টাকার বিল পরিশোধ হয়। কেনাকাটায় ৪ হাজার ৮৩০ কোটি টাকা লেনদেন হয়।