নতুন ভোটার হওয়ার সময় যে ভুল করলে আজীবন ভুগতে হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:৩০ পিএম
নতুন ভোটার হওয়ার সময় যে ভুল করলে আজীবন ভুগতে হবে

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

দেশে একজন ব্যক্তির বয়স ১৮ বছর হলেই তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর ভোটার হওয়ার সময় সামান্য একটু ভুলের কারণে আপনাকে পড়তে হতে পারে মহাবিপদে। এ জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভোগান্তিতে পড়তে পারেন আপনি।

তাই ভোটার হওয়ার আবেদনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগেই সংগ্রহ করে রাখতে হবে এবং আবেদন ফরমের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।

ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন-

• ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।
• জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
• নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
• এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
• ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোনো কারণে ভোটার তালিকাভুক্ত হতে পারেননি; তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!