ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের মিডিয়ায় (রিপাবলিক বাংলা) যে মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদ সরকার জানাবে।”
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গত ১২ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র ইউটিউব চ্যানেলে ‘চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে? মাউন্টব্যাটেন-নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে? ভারতের হস্তক্ষেপ জরুরি?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয়। যেখানে উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে বেজায় উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, “চট্টগ্রাম স্ট্র্যাটিজিক্যালি (কৌশলগতভাবে) বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামসহ উত্তর-পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম। উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়। অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে।”
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে। আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় স্ট্রং একটি প্রটেস্ট লেটার (কড়া প্রতিবাদলিপি) তাদের (ভারতকে) দেওয়ার জন্য বলা হবে।”
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু এই একটা বিষয় নয়, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে, এ ব্যাপারে আপনারা সব সময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যা রিপোর্ট না দেয়, সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন। আমরা সেটা র্যাক্টিফাই (সংশোধন) করব। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে, আপনারা বলুন। আমার উত্তর দিতে দ্বিধা নেই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয়দের মিথ্যা রিপোর্ট প্রচারের বিষয়টি এখন সবাই জানেন। এখন এমন অবস্থা, তারা সত্য রিপোর্ট দিলে সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।”
বরিশালের বিভিন্ন বিষয় তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের অন্য সব স্থানের চেয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। যদিও মাঝে মাঝে রাস্তা ব্লক করে ফেলা হয়, তবে এটি রোধে সবাইকে চেষ্টা করতে হবে। আর রাস্তা ব্লক না করে দাবি-দাওয়া সঠিক চ্যানেলে প্লেস করা সবচেয়ে ভালো উপায়। আমার সঙ্গে এখানে ছাত্র প্রতিনিধিরা রয়েছে, তাদের আমি সহায়তা করার জন্য বলেছি। রাস্তা ব্লক করে যাতে জনগণকে ভোগান্তির মধ্যে না ফেলা হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের চেষ্টা-পদক্ষেপ নিয়ে এখানে (মতবিনিময় সভায়) আলোচনা হয়েছে। আমাদের বাহিনীরও অনেক সমস্যা রয়েছে। যেমন, গাড়ি, অর্থসহ নানান লজিস্টিক সমস্যা রয়েছে। সেগুলো যেমন উন্নতি কীভাবে করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও কীভাবে উন্নতি করা যায়, এ ব্যাপারেও আলোচনা করা হয়েছে।”
এসময় পুলিশপ্রধান (আইজিপি) ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।