• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৬:২০ পিএম
পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
ফাইল ফটো

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সেলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস—কোনো পক্ষ থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

এদিকে মার্কিন প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দল এখন ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে। আজই মার্কিন এই দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সফরকালে এই প্রতিনিধিদল এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!