• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

অফিসের নতুন সময়সূচি জানাল সরকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৪:৫৩ পিএম
অফিসের নতুন সময়সূচি জানাল সরকার
অফিস কার্যক্রম। ছবি : সংগৃহীত

আগামী তিন দিন সরকারি অফিসের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন সূচি অনুযায়ী, রোব, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, “আগামী তিন দিন সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময় নির্ধারণ করে নেবে।”

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে চালু হয় অফিস। বুধ ও বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে। এবার সেই সময়সূচিতে পরিবর্তন আনল সরকার।

Link copied!