• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ্যে ভোট দেওয়ায় শপথগ্রহণের আগেই শোকজ পেলেন মন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ০৬:৩৪ পিএম
প্রকাশ্যে ভোট দেওয়ায় শপথগ্রহণের আগেই শোকজ পেলেন মন্ত্রী
ফরিদুল হক খান। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের শোকজ পেয়েছেন তিনি।

ভোটের দিন নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে ইসি থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে শোকজ পাঠানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত প্রার্থী ফরিদুল হক খান তার নির্বাচনী এলাকা (জামালপুর-২) ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটপ্রদান করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোটপ্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ।

এই অপরাধের দায়ে ফরিদুল হক খানকে সশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কেন তা জানতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে মো. ফরিদুল হক খানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

Link copied!