• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুন শেষে কোটিপতি আমানতকারী ১ লাখ ১৮ হাজার ৭৮৪


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৪৬ পিএম
জুন শেষে কোটিপতি আমানতকারী ১ লাখ ১৮ হাজার ৭৮৪

চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটির ওপর টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। আর জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় ৩ হাজার। জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের। যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।

হালনাগাদ প্রতিবেদেনের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির ওপর টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান- সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বলে জানা গেছে।

Link copied!