• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস দুর্ঘটনা, চালক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ১২:৩২ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস দুর্ঘটনা,  চালক নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বর ব্রিজের ঢালে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. বেল্লাল হাওলাদার (৩৬) নিহত হয়েছেন। 

সোমবার (১ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেল্লাল বরিশালের গৌরনদী উপজেলার মোশারফ হাওলাদারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মী সোহাগ জাহান বলেন, “রাতের দিকে পথচারীরা আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। এ সময় মাইক্রোবাসের ভেতরেই চালক গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত মাইক্রোবাস চালকের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র দেখে আমরা তার নাম পরিচয় জানতে পাই। পরিবারের সদস্যদেরকে খবর দিই। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!