এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা। সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।
পরে মারধরে জড়িত এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন কর্মীরা।
এর আগে এমআরটি পুলিশের সদস্যদের মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা।
সোমবার সকাল থেকে একক যাত্রার টিকিট দেওয়া বন্ধ আছে, কেবল র্যাপিড পাস আছে- এমন যাত্রীরা যাতায়াত করতে পারছেন। ফলে মেট্রোরেল চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন অন্য যাত্রীরা।
রোববার বিকেলে সচিবালয় স্টেশনে কর্মরত অফিসারদের মারধরের অভিযোগ করেছেন মেট্রোরেলের কর্মীরা।