যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে প্রায় ১১ ঘণ্টা পর এই অংশে পুনরায় শুরু হয়েছে মেট্রোরেল চলাচল।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
আব্দুর রউফ বলেন, “আজ রাতের জন্য স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।”
এর আগে কর্তৃপক্ষ সফলভাবে বিয়ারিং প্যাড পুনঃস্থাপন করে রাত ৮টার মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে। তারপর কর্তৃপক্ষ পরিষেবা পুনরায় শুরু করার আগে ট্রায়াল রান করে।
বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভেরিফায়েড ফেসবুক পেজে জানায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত ছিল।